রাজধানীতে অ্যাসিডে একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
গুরুতর অবস্থায় বৃহস্পতিবার সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে।
দগ্ধ চারজন হলেন সুরুজ আলম খান, তার স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণা, মেয়ে সানজিদা সুলতানা রিমা ও সুবর্ণার বোন নিলুফার।
সুবর্ণা স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে ঘরের দরজা খোলা থাকা অবস্থায় মুখোশ পরা দুই যুবক ঢুকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এ সময় তার স্বামী ওই যুবকদের পাশে দাঁড়িয়ে ছিলেন। অ্যাসিডে স্বামী সামান্য দগ্ধ হন। পারিবারিক কলহের জেরে তার স্বামী এ ঘটনা ঘটাতে পারেন বলে অভিযোগ করেন সু্বর্ণা।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা জেনেছি যে, কালো মুখোশধারী দুজন লোক অ্যাসিড ছুড়ে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
Related News

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More
Comments are Closed