সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট ১৯ মে

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট দাখিলের জন্য ১৯ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ এপ্রিল) মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল। র্যাব চার্জশিট দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম ইউনুস খান নতুন এ দিন ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন।
সাগর-রুনি খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
Related News

“ঢাকা পোষ্ট” দেশ ও জনগণের মুখপত্র হিসেবে কাজ করবে
মোঃ বায়েজীদ হোসেন: সারা দেশের ন্যায় নানা আয়োজনে অনলাইন নিউজ প্রোর্টাল “ঢাকা পোষ্ট” এর উদ্বোধনীRead More

জাবি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সাগর কর্মকার : জাবি প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায়Read More
Comments are Closed