সামরিক হস্তক্ষেপেও সিরিয়ার সঙ্কট কমবে না: ওবামা

সরাসরি সামরিক হস্তক্ষেপ করেও সিরিয়ার সঙ্কটের সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রাশিয়া এবং ইরানসহ সকল পক্ষকে আলোচনার টেবিলে আনার জন্য চাপ তৈরি করেই শুধুমাত্র এই সমস্যার রাজনৈতিক সমাধান সম্ভব বলে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা জানিয়েছেন।
সিরিয়ার সমস্যা সমাধান করতে সামরিক হস্তক্ষেপ নয়, বরং রাজনৈতিক প্রক্রিয়ার কথা বললেও ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তিনি।
ওাবামা আরো বলছেন, সিরিয়ায় এক করুণ এবং অত্যন্ত জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর কোনো সহজ-সরল সমাধান নেই।
‘আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা পশ্চিমা দেশগুলোর জন্য স্থলসেনা পাঠিয়ে আসাদের শাসক-চক্রকে উৎখাত করাটা ভুল হবে।’
‘আমরা রাশিয়া এবং ইরানসহ আসাদকে যারা সহযোগিতা দিচ্ছে এমন সব পক্ষের ওপর আন্তর্জাতিক চাপ দিতে পারি, যুদ্ধরত মধ্যপন্থী বিরোধী গ্রুপগুলোকেও চাপ দিতে পারি, যাতে তারা আলোচনায় বসে’।
বিবিসিকে দেয়া এই সাক্ষাতকারে লিবিয়া প্রসঙ্গেও কথা বলেছেন বারাক ওবামা। তিনি বলেছেন, লিবিয়ায় একটি স্থিতিশীল সরকার এবং কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা ইউরোপের জন্য সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ একটি ব্যাপার।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed