Main Menu

সিরিয়ায় ২য় দফায় শান্তি আলোচনা

সিরিয়ায় ২য় দফায় শান্তি আলোচনা শুরু হচ্ছে। দেশটিতে দীর্ঘ পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসান করতে জেনেভায় আবারো শান্তি অলোচনা শুরু হবে।

জাতিসংঘের উদ্যোগেই শান্তি আলোচনার শুরু হয়েছে। দেশটিতে দীর্ঘদিনের সংঘাতে প্রায় ২ লাখ ৭০ হাজারের বেশী মানুষ নিহত হয়েছে। এছাড়া মোট জনসংখ্যার অর্ধেকই গৃহহীন হয়ে পড়েছে। এ অবস্থার উন্নতি করতেই সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনা আহ্বান করা হয়।

এদিকে গত কয়েকদিন ধরে বেশ কিছু এলাকায় সহিংসতা বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ অস্ত্র বিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে। এসব বিষয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট নেতারা। দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে নির্বাচন করার বিষয়েও আলোচনা করা হবে ধারণা করা হচ্ছে।


Related News

Comments are Closed