সিলেটে নৃত্যশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে এক নৃত্যশিল্পী সুবর্ণা সাহা (৩০)’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাসার সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি কাজলশাহ এলাকার (৫২/৩) নং বাসায় থাকতেন।
সুবর্ণা সহা নগরীর নয়াসড়কস্থ দি খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি সিলেটের নৃত্যশৈলী সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি এর আগে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করতেন।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, প্রাথমিকভাবে কোন কারণ জানা যাচ্ছে না তবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।
মায়ের সাথে কাজল শাহ এলাকার ভাড়াটে বাসায় বসবাস করতেন তিনি। সুবর্ণার বাবা কয়েক বছর আগে মারা যান।
দুই বোনের মধ্যে সুবর্ণা ছোট, তাদের কোন ভাই নেই। তাঁর মা মমতা সাহা রসময় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।
Related News

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাসRead More

বজ্র আঁটুনি ফস্কাগেরো; লকডাউনের তৃতীয়দিন শৈলকুপার চিত্র!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সারা দেশের ন্যায় ঝিনাইদহে সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে জেলা শহরে কঠোরRead More
Comments are Closed