Main Menu

সিলেট রেলস্টেশনের ৩ বুকিং সহকারি বরখাস্ত, কালোবাজারির কারাদণ্ড

সিলেট রেলওয়ে স্টেশনের তিন বুকিং সহকারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতরা হচ্ছেন- রফিক মিয়া, শফিক আহমদ ও জহুর লাল দাশ।

অভিযান চলাকালে টিকেটপ্রতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে, হাতেনাতে আটক করে রেলওয়ের সিলেট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিদুর রহমান তাদের বরখাস্ত করেন।

এদিকে অভিযানকালে মিজানুর রহমান নামক এক টিকেট কালোবাজারিকে হাতেনাতে আটক করে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি ফরিদপুর জেলায়।

বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও হোসাইন মো. হাই জকি।

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।


Related News

Comments are Closed