৫৫ ফুট লম্বা চুল

বেণী বাঁধা ৫৫ ফুট লম্বা চুল! দোতলা থেকে একতলায় ঝুলছে! নারীর নাম আশা ম্যান্ডেলা। আর তার এই চুলের টানেই কিনা ধরা দিলেন হেয়ারড্রেসার স্বামী এম্যানুয়েল!
আশা ম্যান্ডেলাকে সবাই কাছে রাস্তা রাপুনজেল নামে পরিচিত। ত্রিনিদাদ ও টোবাগোয় জন্ম নেওয়া আশা এখন আমেরিকান নাগরিক। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অনলাইন তার চুলের ছবি প্রকাশিত হওয়ার পর তার সাথে যোগাযোগের চেষ্টা করেন এম্যানুয়েল চেগ। পেশায় হেয়ারড্রেসার। চুলের টানেই তিনি আশার কাছে ধরা দেন।
নিজের হাতেই এম্যানুয়েল আশার চুলের পরিচর্যা করেন। কিন্তু, এত লম্বা চুলের পরিচর্যা কি আর যেমন তেমন করে করলে হয়? পাক্কা দু’দিন লাগে চুল ধুয়ে শুকাতে। ইতিমধ্যেই গিনেস বুকে নাম উঠেছে রাস্তা রাপুনজেলের। স্ত্রীর চুলের ‘গর্বে গর্বিত’ স্বামী এম্যানুয়েলও।
Related News

বিশ্বের সবচেয়ে বড় রক্তাক্ত ‘উৎসব’
প্রায় পাঁচ বছরের কম সময় আগে ‘বিশ্বের সবচেয়ে বড় রক্তাক্ত উৎসব’ হিসেবে পরিচিত নেপালে ধর্মীয়ভাবেRead More

১ বছরে সাড়ে ৪ লাখ বিয়ের প্রস্তাব!
সুন্দরী-শিক্ষিত মেয়ে কিংবা সুদর্শন-সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে বিয়ের প্রস্তাব অন্য যেকোনো নারী কিংবা পুরুষের চেয়ে একটুRead More
Comments are Closed