৭-১০ দিনের মধ্যে কমছে জ্বালানি তেলের দাম

আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে অকটেন, কেরোসিন, পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘তেলের মূল্যটাকে আমরা একটা যৌক্তিক রেটে নিয়ে যেতে চাচ্ছি।’
প্রথমে সাত দিনের মধ্যে পরিপত্র দেওয়ার চেষ্টা করবেন বলে উল্লেখ করলেও পরে সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের দাম কমানোর ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সেখানে (পরিপত্রে) অকটেন, কেরোসিন, পেট্রোল ও ডিজেল থাকবে। আমরা ইতোমধ্যে ফার্নেস অয়েলের দাম কমিয়েছি। এতে বেশ কিছু জায়গায় সাশ্রয় হচ্ছে। সে বিষয়গুলো সরাসরি আমাদের জনগণের পর্যায়ে পৌঁছছে।’
নসরুল হামিদ পেট্রোল ও অকটেন দেশে উৎপাদনের পাশাপাশি দাম বাড়িয়ে গ্যাস ও বিদ্যুতের মূল্য সমন্বয়ের কথা বলেন এবং ভেজাল পেট্রোল বিক্রি বন্ধে পাম্পে পাম্পে অভিযান চালানোর ঘোষণা দেন।
Related News

অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের।’ সোমবার (৮ মার্চ) সকালেRead More

আজ ঐতিহাসিক ৭ মার্চ
বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন আজ। আজ ঐতিহাসিক ৭Read More
Comments are Closed