আইটেম গানে জ্যাকুলিন মিথিলার সঙ্গে শতাব্দী ওয়াদুদ

সমকালীন অভিনয়ে জনপ্রিয় ও শক্তিমান অভিনেতার নাম শতাব্দী ওয়াদুদ। মঞ্চ, টিভি, চলচ্চিত্র- সবখানেই তিনি রেখেছেন তার প্রতিভার স্বাক্ষর।
সেই অভিনেতা এবার হাজির হচ্ছেন আইটেম গান নিয়ে। স্বভাবতই আলোচনায় তিনি। তবে আলোচনার পারদটা একটু বেশিই চড়েছে বিতর্কিত অভিনেত্রী জ্যাকুলিন মিথিলার সঙ্গে আইটেম গানে নাচ করায়।
সম্প্রতি পি এ কাজলের পরিচালনায় ‘চোখের দেখা’ চলচ্চিত্রের আইটেম গানে নাচলেন শতাব্দী ওয়াদুদ ও আলোচিত মডেল জ্যাকুলিন মিথিলা। ‘পানের ভিতর শুপারি আমি’ শিরোনামের আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের অন্যতম কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।
এ ছবিতে প্রধান দুই চরিত্রে দেখা যাবে সাইমন সাদিক ও অহনাকে। এখানে খলনায়ক হিসেবে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ।
Related News

রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানাRead More

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More
Comments are Closed