Main Menu

আইপিএলে ধোনির দলে মাহমুদউল্লাহ!

হার্শা ভোগলের একটি টুইট দেখে চমকে উঠেছেন অনেকেই। চোট-বিধ্বস্ত আইপিএলে মাহেন্দ্র সিং ধনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের বদলি বিদেশি ক্রিকেটার হিসেবে তিনি মাহমুদউল্লাহর নাম প্রস্তাব করেছেন!

মহেন্দ্র সিং ধোনির পুনে দলের অবস্থা এই মুহূর্তে বেশ শোচনীয়। টানা হারের সঙ্গে যোগ হয়েছে বিদেশি তারকাদের চোট। চোটে পড়ে এরই মধ্যে আইপিএল থেকে ছিটকে গেছেন দলের বিদেশি কোটার তারকা কেভিন পিটারসেন, ফাফ ডু প্লেসি, মিচেল মার্শ আর স্টিভেন স্মিথ। দলটির অবস্থা এখন এমনই যে তারা বাধ্য হয়েই খুঁজছে এই তারকাদের বদলি।


Related News

Comments are Closed