আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ৫২ জনের মৃত্যু

আফগানিস্তানের গজনি প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৩ জন। স্থানীয় সময় রোববার জ্বালানি বহনকারী একটি ট্যাঙ্কার ও দুটি যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষের পরপরই যানবাহনগুলোতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় আহতদের গজনির একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বিবিসি আরো জানায়, দুর্ঘটনার পর সড়ক বন্ধ হয়ে গেলে কাবুল ও কান্দাহার সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পূর্ব গজনি প্রশাসনের মুখপাত্র জাবেদ সালানজি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টকে বলেন, বাস দুটিতে ১২৫ জন যাত্রী ছিলেন। প্রদেশের ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মাদুল্লাহ আহমদি দাবি করেন, বেপরোয়া যান চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed