আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় ৬ জঙ্গির ফাঁসির আদেশ

আশুলিয়ার কাঠগড়া বাজারের কমার্স ব্যাংকে ডাকাতির সময় আট জনকে হত্যা মামলার রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন আদালত। বিচার শুরুর মাত্র চার মাসেই বহুল আলোচিত এ মামলাটির রায় আসল।
২০১৫ সালের ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বলা হয়, আবদুল্লাহ আল বাকী ছিল হামলার মূল পরিকল্পনাকারী। তিনি একসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন।
গত ২৫ মে ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। মামলার চার্জশিটের ৯৭ জন সাক্ষীর মধ্যে গত ১৭ মে পর্যন্ত তদন্ত কর্মকর্তাসহ ৬৪ জনের সাক্ষ্য নেয়া হয়। চলতি বছরের ১৮ জানুয়ারি একই আদালত আসামীদের বিরুদ্ধে হত্যাসহ ডাকাতির অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মতপার্থক্যের কারণে আবদুল্লাহ জেএমবি থেকে বের হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত হয়। এরপর তিনি ও তার সহযোগীরা অর্থ সংগ্রহে নামে। এরই ধারাবাহিকতায় তার নেতৃত্বে আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত বছরের ২১ এপ্রিল দুপুরে কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতরা হানা দেয়। তারা গুলি, বোমা ও অস্ত্রের আঘাতে ব্যাংকটির ব্যবস্থাপকসহ তিনজনকে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ও বোমা ছুড়লে আরও পাঁচজন সাধারণ মানুষ মারা যায়। পরে জনতা আরও তিনজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। আটক তিনজনের মধ্যে আসিফ হোসেন নামের এক ডাকাত গণপিটুনিতে মারা যায়। বাকি দু’জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More
Comments are Closed