আশুলিয়ায় ব্যাংক ডাকাতি মামলায় ফাঁসি ৬ যাবজ্জীবন ১

আশুলিয়ায় কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতি ও আটজনকে হত্যার মামলায় ১১জন আসামির মধ্যে ছয়জনের ফাঁসির আদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড, দুইজনের তিনবছর কারাদন্ড ও জরিমানা দিয়েছে আদালত । এছাড়া দুইজনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামানের আদালত এই আদেশ দেয়।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- বোরহান উদ্দিন, সাইফুল ওরফে আল আমিন, মাহফুজুল ইসলাম ওরফে সুমন ওরফে জামিল, জসিমউদ্দিন, মিন্টু প্রধান ও পলাশ ওরফে সোহেল রানা। এর মধ্যে মাহফুজুল আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা। এছাড়া মিন্টু প্রধান বাদে বাকিরা জেএমবির সদস্য।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত উকিল হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ডের আদেশ হয়েছে।
আব্দুল বাতেন ও শাহজাহান জমাদারের তিন বছর কারাদন্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদন্ড দেয়।
এছাড়া মামলার অপর দুই আসামী বাবুল সরদার ও মোজাম্মেল হক খালাস পেয়েছেন ।
সংক্ষিপ্ত বিবরনঃ গত ২১/৪/২৫ইং তারিখে সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের শাখা কার্যালয়ে হানা দেয় ডাকাত দল। ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করিলে তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ঐ শাখার ব্যবস্থাপকসহ আটজন নিহত হন।
Related News

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা আদায়
ঝিনাইদহঃ সরকারী নির্দেশ অমান্য করার অপরাধে কিন্ডার গার্ডেন পরিচালনার অভিযোগে ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককেRead More

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারে ৬ জনের অর্থদন্ড
গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেRead More
Comments are Closed