ইউটিউবে ঝড় তুললেন সালমান-আনুশকা (ভিডিও)

সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুলতান’ এর ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হয় ২৪মে। মুক্তির পরপরই ট্রেইলারটি দেখতে ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা। ট্রেইলার রেকর্ড গড়ার খেলায় মেতেছে ‘সুলতান’র ট্রেইলার। কিন্তু নেই রেশ কাটতে না কাটতে আরেক চমক নিয়ে হাজির ‘সুলতান’।
কেননা মঙ্গলবার ইউটিউবের দখল নিলেন সালমান খান। ফের বোঝা গেল, তিনি যখন পর্দায় আসেন, তখন চারপাশে আর কাউকে সেভাবে নজরে পড়ে না।
এবারে অবশ্য তিনি একা নন। ‘ব্যান্ড বাজা বারাত’ তারকা অনুশকা শর্মাকে আবারো তার ঝলক দেখালেন। একেবারে পঞ্জাবি তনয়ার বেশে সালমানের সঙ্গে পাল্লা দিয়ে চলেছেন তিনি।
মঙ্গলবার ‘সুলতান’-এর গান ‘বেবি কো’ প্রকাশিত হয়েছে ইউটিউবে। আর এর মধ্যেই একলক্ষেরও বেশিবার দেখা হয়ে গিয়েছে গানটি। ইতিমধ্যেই গানটি ভাইরাল হয়ে গেছে।
ভক্তদের আশা, গানের মতই বক্স অফিসেও সাড়া ফেলবে সালমান-আনুশকার ‘সুলতান’।
Related News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More

অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০। করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনেরRead More
Comments are Closed