উচিত বিচার (ভিডিও)

চুরি বা ছিনতাই বিশ্বজুড়ে নিত্য ঘটনা। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন অসংখ্য মানুষ এ ধরনের ঘটনার শিকার হন। সব সময় যে ছিনতাইকারী সফল হন তা নয়। আর এসব কাজে সফল না হলে গণপিটুনিতে প্রাণ হারানোর মতো ঘটনাও ঘটতে পারে। অর্থাৎ ধরা পড়লে শাস্তি নিশ্চিত।
তবে সম্প্রতি এক ছিনতাইকারী এক নারীর ব্যাগ ছিনতাই করতে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে তাতে সকলের কাছে সে হাসির পাত্র হয়ে উঠেছে। গণপিটুনি বা পুলিশে দেওয়া তো দূরের কথা তাকে নিয়ে সকলে হাসাহাসি করছে। কারণ সে ভুল নারীর পাল্লায় পড়েছিল। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার রাজধানী বোগাটায়।
ছিনতাইকারীর ভাগ্য খারাপই বলতে হবে! সে এমন এক নারীর ব্যাগ ছিনতাই করতে গিয়েছিল যে ছিল ভীষণ রাগী। ওই নারী ছিনতাইকারীকে ধরে প্রকাশ্যে শুধু চড়-থাপ্পর, লাথি দিয়েই ক্ষান্ত হয়নি, সে এক পর্যায়ে তাকে দিগম্বর হতে বাধ্য করে। বিব্রত ছিনতাইকারী একে একে গায়ের সব পোশাক খুললেও, অন্তর্বাস খুলতে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু ওই নারীর সাফ কথা- বাঁচতে চাইলে সকলের সম্মুখে সম্পূর্ণ নগ্ন হতে হবে। না হলে দেওয়া হবে পুলিশে। বেচারা ছিনতাইকারী বাধ্য হয়ে তখন মানসম্মান খুইয়ে, সম্পূর্ণ নগ্ন হয়।
এখানেই শেষ নয়, এবার ওই নারী তাকে দৌড়ে পালানোর আদেশ দেয়। ছিনতাইকারী দৌড়ে পালিয়ে হাফ ছেড়ে বাঁচে।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed