Main Menu

এবার ভিডিও কলিংয়ের জগতে হোয়াটসঅ্যাপ?

এখন আর মানুষ মোবাইল নম্বর চায় না; চায় হোয়াটসঅ্যাপ নম্বর! জনপ্রিয়তার নিরিখে ফেসবুককে দিব্যি টক্কর দেয় স্মার্টফোনের এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। এই কারণেই ২০১৪ সালে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় জাকারবার্গের কোম্পানি।

সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আমূল পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ। মেসেজ থেকে ভয়েসকল, ইমোজি, ফোটো, ভিডিও শেয়ার, হোয়াটসঅ্যাপের সৌজন্যে সবই এখন নখদর্পণে। এবার ভিডিও কলিংয়ের জগতেও পা রাখতে চলেছে জনপ্রিয় এই স্মার্ট অ্যাপ।

খুব শিগগিরিই স্মার্টফোন ব্যবহারকারীরা পেয়ে যেতে পারেন এই সুবিধা। যদি তা হয়, তবে অদূর ভবিষ্যতে ফেসবুক, স্কাইপকে বেশ ভালই টক্কর দেবে স্মার্টফোনের এই স্মার্ট অ্যাপ।


Related News

Comments are Closed