কারা আপনার ফেসবুক ভিজিটর? জানতে চান?

আপনার ফেসবুক প্রোফাইলটি কে এবং কারা ভিজিট করছে তা হয়তো আপনি জানতে পারেননা। তবে অনেকেরই হয়তো জানতে ইচ্ছা হয় আপনার কোন বন্ধুটি আপনার প্রোফাইল ঘাটাঘাটি করছে। এতদিন হয়তো জানতে পারেননি বিষয়টা, কিন্তু আপনি চাইলে সহজেই খুঁজে বের করতে পারেন আসলে কারা সম্প্রতি আপনার প্রোফাইলটি ভিজিট করেছে। এটা সত্যি আপনাকে বিস্মিত করবে।
ফেসবুকে আপনার প্রোফাইল কারা ভিজিট করেছেন, তা জানার আগ্রহ প্রায় আমাদের সবারই। ফেসবুকেরও আগে সোশ্যাল নেটওয়ার্কিং-এর দুনিয়ায় ঝড় তোলা অর্কুট-এ ‘রিসেন্ট ভিজিটর’ অপশন ছিল। সেখান থেকে সহজেই জানতে পারতেন, কারা আপনার প্রোফাইল দেখছে। ফেসবুক কখনোই এরকম কোনও অপশন রাখেনি।
তবে আপনার সম্পর্কে কারা আগ্রহী, তা জানতে পারবেন সহজেই। উপায় হচ্ছে, কয়েকটা সহজ স্টেপ ফলো করে জেনে নিন ফেসবুকে আপনার প্রোফাইল সম্প্রতি কারা ভিজিট করেছেন।
প্রথমে ফেসবুকে লগইন করুন। টাইমলাইনে রাইট ক্লিক করুন। ‘view page source’সিলেক্ট করুন। কোডে ভরা একটা পেজ খুলবে। তারপর কিবোর্ডে CTRL+F প্রেস করুন। পেজের ডান দিকে যে সার্চ বক্স খুলবে সেখানে InitialChatFriendsList টাইপ করলে যারা আপনার টাইমলাইন ভিজিট করেছেন, তাদের আইডি-র তালিকা আসবে।
Related News

সারা বছরব্যাপী চাষযোগ্য বারি পেঁয়াজ-৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত
মোঃ বায়েজীদ হোসেন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুরের আয়োজনে কৃষকদেরRead More

তরমুজের দুইটি নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
দেশেই বীজ উৎপাদন সম্ভব এমন দুটি তরমুজের নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটRead More
Comments are Closed