কেন্দ্রীয় কারাগারে জল্লাদ রাজু, ফাঁসি হবে সেই মঞ্চে

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের জন্য জল্লাদ রাজুকে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে প্রিজন ভ্যানে এনে রাজুকে কারাগারের ভেতরে নেওয়া হয়।কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জল্লাদ রাজু
কারা সূত্রে জানা যায়, নিজামী ফাঁসি কার্যকরের জন্য কারাগার কর্তৃপক্ষ প্রস্তুত। ফাঁসির মঞ্চে টানানো হয়েছে নতুন শামিয়ানা। আনা হয়েছে ম্যানিলা রশি। সে সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে রাজুর নেতৃত্বে হযরত, ইকবাল, মাসুদ, মোক্তার, রনি, সাত্তার ও আবুল নামে আট জল্লাদ।
নিজামীকে গত রোববার রাতে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের রজনীগন্ধা সেলের সাত নম্বর কক্ষে রাখা হয়। সেলের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। যে মঞ্চে সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ড কার্যকর হয়েছে একই মঞ্চে নিজামীর ফাঁসি কার্যকর করার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে কারা কর্তৃপক্ষ।
Related News

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাসRead More

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ১০১,শনাক্ত ৪,৪১৭
সারাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে এখন পর্যন্তRead More
Comments are Closed