দাবদাহে তেলেঙ্গানা প্রদেশে ১৭৮ জনের মৃত্যু

ভারতের তেলেঙ্গানা প্রদেশে প্রচণ্ড দাবদাহে এ পর্যন্ত ১শ ৭৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী হায়দারাবাদে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১শ ৪৩। কিন্তু গত কয়েকদিনে রেকর্ড পরিমান তাপমাত্রার কারণে নালগোন্ডা জেলায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
নালগোন্ডা জেলায় দাবদাহের কারণে এ পর্যন্ত ৫৩ জন এবং মাহাবুব নগরে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
রামাগুন্ডামে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা গেছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রী সেলসিয়াস। তবে প্রদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। এছাড়া কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে বলে খবরে বলা হয়েছে।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed