পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বিশ্বাসকে (৩৫) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার পয়দা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রহিম সদর উপজেলার রহিমপুর গ্রামের জমশের আলীর ছেলে এবং গয়েশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুন্সী আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, রহিমের চাচা আমজাদ হোসেন আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী। অপরদিকে, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সান মোল্লা নিজেও ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী।
নির্বাচন নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রহিম পয়দা বাজারে মাংস কিনতে গেলে সান মোল্লা গ্রুপের সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আব্দুর রহিম গুলি করে। পরে স্থানীয়রা রহিমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, দলীয় কোন্দলে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
+
Related News

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More
Comments are Closed