Main Menu

ফের ইরাকে আইএসের গাড়িবোমা হামলা, নিহত ১২

ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক স্টেটের (আইএস) গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বাগদাদ থেকে ২০ কিলোমিটার উত্তরে তাজি শহরের একটি গ্যাস প্লান্টের গেইটের সামনে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় আইএস। এরপর কয়েকজন আত্মঘাতী জঙ্গি ওই প্লান্টের মধ্যে ঢুকে পড়ে। এতে আইএসের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ২৫ সদস্য আহত হয়।

এর আগে, গত বুধবার বাগদাদ এবং অন্যান্য স্থানে আইএসের হামলায় শতাধিক নিহত হয়েছিল।


Related News

Comments are Closed