Main Menu

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৬৪

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় একটি বাজারে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৬৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮৭ জন। ইরাকের পুলিশ এবং হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

বুধবার সকালে শিয়া জেলার সদর শহরে ওই হামলার ঘটনা ঘটে। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে।

আইএস ইরাকের উত্তর এবং পশ্চিমাঞ্চলে শিয়াদের উদ্দেশ্য করে প্রায়ই এ ধরনের হামলা চালায়।

নিহতদের মধ্যে নারী এবং শিশুও ছিল। আহতদের মধ্যে অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই হামলায় আশে পাশের বেশ কিছু ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


Related News

Comments are Closed