Main Menu

বেতন-ভাতা দ্বিগুণ হলো সংসদ সদস্যদেরও

জাতীয় সংসদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরে সংসদ সদস্যদের বেতন-ভাতা দ্বিগুণ করে উত্থাপিত বিল পাস হয়েছে। এমপিদের বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার সংসদে কণ্ঠভোটে পাস হয় মেম্বারস অফ পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬। এতে বেতনের সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে তাদের অন্যান্য ভাতা।

সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলটি গত ২৪ জানুয়ারি সংসদ অধিবেশনে উত্থাপন করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন-ভাতা বাড়ানো সংক্রান্ত বিল পাস হয়। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করার বিলও পাস হয়েছে।


Related News

Comments are Closed