Main Menu

শাবির মঞ্চে আজ ‘নীলাখ্যান’

মোয়াজ্জেম আফরান,শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’এর দেড় যুগ পূর্তি উপলক্ষে চারদিন ব্যাপী ‘দিক নাট্যোৎসব ও পুনর্মিলনী-২০১৬’ এর ৩য় দিনে আজ মঞ্চায়িত হবে নাটক ‘নীলাখ্যান’।

‘মহাকাল নাট্য সম্প্রদায়ে’র
প্রযোজনায় নাটকটির রচনা
করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আনন জামান। নির্দেশনায় রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
সহযোগী অধ্যাপক ইউসুফ হাসান অর্ক।

এছাড়া উৎসবের শেষ দিন রবিবার থাকছে ‘প্রাঙ্গণেমোর’ এর প্রযোজনায় নাটক ‘আওরঙ্গজেব’। নাটকটির রচনা
করেছেন মোহিত চট্রোপাধ্যায় এবং
নির্দেশনায় রয়েছেন অনন্ত হিরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটক মঞ্চস্থ হবে। ক্যাম্পাসের অর্জুনতলায় স্থাপিত নিজস্ব বুথ থেকে এবং নাটক শুরুর পূর্বে হল কাউন্টারের সামনে থেকে টিকেট সংগ্রহ করা যাবে।


Related News

Comments are Closed