সিরিয়ার যুদ্ধবিরতির ৪৮ ঘণ্টা মেয়াদ বৃদ্ধি

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় আলেপ্পো নগরী ও তার চারপাশের এলাকার নাজুক যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। সিরীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার মধ্যরাত পর্যন্ত এটি বলবৎ থাকবে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরই আলেপ্পোর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো। এর আগে চলতি মাসের ৪ তারিখে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। পরে মেয়াদ বাড়িয়ে তা ৭২ ঘণ্টা করা হয়।
উল্লেখ্য, সিরিয়ায় গত ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ। ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed