সুন্দরবনের ‘মাস্টার বাহিনী’র আত্মসমর্পণ

সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু ‘মাস্টার বাহিনী’র সদস্যরা আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে নিজেদের অস্ত্র জমা দেন বাহিনীর প্রধানসহ ১০ সদস্য।
গত রোববার তাদের আত্মসমর্পণের কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে না পারার কারণে তা স্থগিত করা হয়।
এদিন সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ মংলায় যান। মংলা ফুয়েল জেটিতে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
বাহিনীপ্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ সাতজন ৫১টি আগ্নেয়াস্ত্র ও প্রায় সাড়ে ৫ হাজার রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে আত্মসমর্পণ করেন।গত ৩ মে মাস্টার বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের মহাপরিচালকের কাছে আত্মসমর্পণের জন্য আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রক্রিয়া শুরু হয়।
Related News

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More

যেকোনো আঘাত মোকাবিলার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যখনই দেশ এগিয়ে যেতে থাকে, যখন মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতেRead More
Comments are Closed