স্বপ্নবিলাসী নাজমীর পথচলা

দুনিয়া জুড়ে যত ধরণের পেশা আছে বলতে গেলে সবগুলোতেই মানুষ কাজ করেন দুদিক থেকে। একটি প্রত্যক্ষভাবে এবং অন্যটি পরোক্ষভাবে। তবে প্রতিটি ক্ষেত্রে নিজেকে মেলে ধরার এক চাপা আকাঙ্ক্ষা সবার ভেতরেই কাজ করে।
কিন্তু এর ব্যতিক্রমও আছে অনেক। সামনে এসে কাজ করবার সুযোগ থাকা সত্ত্বেও স্বেচ্ছায় পর্দার আড়াল থেকে কাজ করবার মত মানসিকতাও রাখেন কেউ কেউ। তেমনই একজন জনপ্রিয় কস্টিউম ডিজাইনার নাজমী জান্নাত।
শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে অধ্যয়নরত অবস্থায় পর্দার সামনে এসে নানা ধরনের কাজ করার সুযোগ পান নাজমী। মডেলিং থেকে শুরু করে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দেন। তার লক্ষ্য ছিল ভিন্ন কিছু করার। সেই স্বপ্নটিকেই ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন।
ইতোমধ্যে কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে। আর অতি সম্প্রতি ফ্যাশন এবং স্টাইলিং প্রধান হিসেবে যোগ দিয়েছেন দেশের প্রথম ফ্যাশনভিত্তিক অনলাইন টিভি চ্যানেল ‘ফ্যাশন টিভি বাংলা’তে।
একটি ফ্যাশন সচেতন সমাজ তৈরি করার আপ্রাণ প্রচেষ্টার পাশাপাশি বর্তমানে নাজমী জান্নাত উত্তরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সবকিছু উর্দ্ধে নিজের কাজকে অনেক ভালবাসেন বলেই ব্যস্ততার ভেতরেও নতুন কোনো প্রস্তাব আসলে যত্নের সাথে বিবেচনা করেন তিনি। স্বপ্ন দেখেন একদিন নিজের একটি ফ্যাশন হাউজ হবে আর দেশসেরা সব ডিজাইনারদের ভেতর হয়ত তার নামটিও মানুষের মুখে উচ্চারিত হবে।
নাজমী ফ্যাশন ডিজাইনে আদর্শ মানেন বিবি রাসেল, কোকো শানেলে প্রমুখদের। নিজের আদর্শ মনে করা এই উদীয়মান ফ্যাশন স্টাইলিস্ট মনে করেন সবাই যদি পর্দার সামনে এসেই কাজ করে তাহলে ভেতরে খুব গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয়য়াদি দেখভালের দায়িত্ব গিয়ে বর্তায় এমন সব মানুষের উপর যাদের এসব ব্যাপারে কার্যকরী জ্ঞান একেবারেই সামান্য।
ফলাফলস্বরুপ একটা বিরূপ প্রভাব পড়ে সামগ্রিক কার্যক্রমে। সেটা হোক একটা চলচ্চিত্র কিংবা কোনো ফ্যাশন শো। বিশেষ করে এই ব্যাপারগুলো মাথায় রেখেই নাজমী প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন নতুন কিছু করার।
নতুনদের ব্যাপারেও নাজমী বলেন, যে কেউ চাইলে আসতে পারেন এ শিল্পে। তবে তাকে মনোযোগী এবং কাজে সৎ হতে হবে। একইসঙ্গে ধৈর্য্য ধরে কাজ করে যেতে হবে।
আগামীর দিনগুলোতে সবার শুভকামনা আর ভালোবাসা নিয়ে নাজমী এগিয়ে যেতে চান তার কাঙ্ক্ষিত লক্ষে। কারণ তিনি বিশ্বাস করেন পরিশ্রম করলে সাফল্য নিজেই ধরা দেয়।
Related News

রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানাRead More

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More
Comments are Closed