১৫ দিন পর ধ্বংসস্তূপ থেকে বৃদ্ধকে জীবিত উদ্ধার

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পের প্রায় দু’সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে মেনুয়েল ভাসকুইজ নামের ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেনিজুয়েলা দূতাবাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি।
গত ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে) ইকুয়েডরে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ছয়শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
ভেনিজুয়েলা দূতাবাস জানায়, স্থানীয় সময় শুক্রবার দেশটির মানাবি প্রদেশে আংশিকভাবে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্য থেকে মেনুয়েল ভাসকুইজের আওয়াজ শুনতে পাওয়া যায়। এরপর উদ্ধারকর্মীরা তাকে ওই ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল ভূমিকম্পের তৃতীয় দিন ধ্বংসস্তূত থেকে এক জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচ থেকে মোবাইলে ফোন করে তার মাকে জীবিত থাকার বিষয়টি জানান। এরপর উদ্ধারকর্মীরা পোর্তোভিয়ো শহরের একটি হোটেলের ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে।
Related News

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে
ফের ভারতে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেRead More

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More
Comments are Closed