Main Menu

ইরাকে বোমা হামলায় নিহত ২৮

ইরাকের রাজধানী বাগদাদের বাণিজ্যিক এলাকার একটি রাস্তায় এবং বাগদাদের উপকণ্ঠে সেনাবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হামলায় ২৮ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু লোক।

বৃহস্পতিবার পৃথক দুটি বোমা হামলায় নিহত হয়েছে ঐ ২৮ জন।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকভর্তি একটি প্রাইভেটকার বাগদাদের আল-জাদেদা এলাকায় বিস্ফোরিত হয়। এতে ২১ জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

বাগদাদের উত্তরাঞ্চলের তাজি এলাকায় প্রাইভেটকারসহ এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে।

আল-জাদেদা এলাকার বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

ইরাকের সেনাবাহিনী ফালুজা শহর থেকে আইএস হটাতে অভিযান চালিয়ে যাচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে জঙ্গিরা। ফালুজায় যখন যুদ্ধের ডামাডোল বাজছে, ঠিক তখন ইরাকের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে জঙ্গিরা। এসব হামলার কোনোটির দায় নিচ্ছে আইএস, কোনোটির নিচ্ছে না।

জাতিসংঘের সবশেষ হিসাবমতে, ফালুজায় ৯০ হাজার বেসামরিক লোক আটকা পড়ে আছে। প্রথমে এ সংখ্যা বলা হয়েছিল ৫০ হাজার।

ইরাকে জাতিসংঘের মানবিক সাহায্য-সমন্বয়ক লিস গ্রান্ডে জানিয়েছেন, ফালুজায় বেসরকারি লোকজন চরম বিপর্যয়ের মুখে রয়েছে। যারা ফালুজা থেকে আসতে সমর্থ হচ্ছে, তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার বেসামরিক লোক আটকা পড়ে আছে।

সূত্র: আলজাজিরা


Related News

Comments are Closed