জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানী পিছিয়ে ২৩ জুন নির্ধারন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩৪২ ধারার শুনানী পিছিয়ে আগামী ২৩ জুন নির্ধারন করেছে আদালত।
বৃহস্পতিবার এ তারিখ ধার্য্য করা হয়েছে।
বেলা ১১টার দিকে খালেদা জিয়া বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে পৌঁছান। এরপর তিনি আত্মপক্ষ সমর্থন পেছাতে আবেদন জানান।
গত ১৯ মে খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সেদিন সময় চেয়ে আবেদন করেন। ওই আবেদন শুনে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার নতুন তারিখ ঠিক করে দিয়ে ওই দিন খালেদা জিয়াকে হাজির হতে নির্দেশ দেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী।
Related News

গাজীপুরে ৫শ অবৈধ গ্যাস সংযোগ কর্তন, কারাদন্ড ১
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় একজনকে কারাদন্ড ও চারজনকে এক লাখ ৭০ হাজারRead More

হরিণাকন্ডুুতে বাল্যবিবাহ : কনের বাবাকে জেল
ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকন্ডুুতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা ও বরের চাচাকে ছয় মাস করে বিনাশ্রমRead More
Comments are Closed