নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

নরসিংদীর শিবপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- প্রাইভেটকার চালক মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের মামুন খান (৫৫) ও যাত্রী নারায়ণগঞ্জের শাহীন মিয়া (৪৫)।
এ ঘটনায় প্রাইভেটকারের অপর দুই যাত্রী ফারুক মিয়া (৩০) ও উজ্জল (২৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মামুন খান নিহত হন। গুরুতর আহত প্রাইভেটকারের অন্য যাত্রীদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed