প্রণব দা কেমন আছেন? রাষ্ট্রপতিকে মমতা

পদবী দিয়ে সম্পর্কের পরিমাপ হয় না সে বিষয়টিই আবার বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আর বাঙালির এক মধুর সম্পর্কের ছবি আবারো ফুটে উঠল মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ক্ষণিকের সাক্ষাতে।
রেসকোর্সে কলকাতা থেকে দিল্লির রাইসিনা হিলে ফিরে যাওয়ার আগে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দুই মন্ত্রীকে নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতিকে পেয়ে মমতা বলেন, প্রণব দা, কেমন আছেন? কয়েকটা দিন দার্জিলিংয়ে কাটিয়ে যান। একগাল হেসে, প্রণব মুখোপাধ্যায় বলেন, নিজের শরীরের যত্ন নিন, কী হাল করেছেন নিজের। অনেক পরিশ্রম করেছেন। দিল্লিতে এসে রাষ্ট্রপতি ভবনে কয়েকটা দিন বিশ্রাম নেন।
এরপর রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী কুশল বিনিময় করেন। ফুল, চকলেট আর উত্তরীয় পরিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন কয়েকদিন অাগে। এরই মধ্যে কলকাতায় ব্যক্তিগত কাজে এসেছিলেন রাষ্ট্রপতি। সেখানেই সাক্ষাত হয় তাদের মধ্যে।
Related News

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে
ফের ভারতে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেRead More

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More
Comments are Closed