বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মাসুক আহমদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সিএনজি অটোরিকসা চালক শামিম আহমদ । বুধবার বিকেল ৩টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের মেওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা টেম্পু (সিলেট ফ ১১-০৭১২) আমকাঁঠালি নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে অটোরিকসাকে (মৌলভীবাজার থ ১১-৫৯১৮) ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমরে-মুচড়ে যায় এবং সিএনজির যাত্রী মাসুক আহমদ গুরুতর আহত হন। তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জুবের আহমদ বলেন, বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া টেম্পু বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুক আহমদের মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More

নেতৃত্বের দুর্বলতা বিএনপিকে দিন দিন পিছিয়ে দিচ্ছে-ওবায়দুল কাদের
নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি বিএনপিকে ভোটের রাজনীতি থেকে দিন দিন পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্যRead More
Comments are Closed