মাহির কথিত স্বামী শাওনের জামিন মঞ্জুর

ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহির (প্রকৃত নাম শারমিন আক্তার নীপা) কথিত স্বামী শাহরিয়ার ইসলাম শাওনের জামিন মঞ্জুর করেছেন ট্রাইবুনাল। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ১ লাখ টাকা মুচলেকায় জামিন পেলেন শাওন।
আসামি পক্ষের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৬ জুন) বাংলাদেশ সাইবার ট্রাইবুনালের বিচারক কেএম শামছুল আলম এ জামিন আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, ফেসবুকে মাহির সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশের জের ধরে গত ২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে মাহি শাওনের বিরুদ্ধে এ মামলা করেন। ২৮ মে গ্রেপ্তার করা হয় শাওনকে এবং রিমান্ডেও নেয়া হয়।
মামলায় বলা হয়, গত ২৫ মে তার (মাহিয়া মাহির) বিয়ে হয়। গত ২৭ মে তার বন্ধু আসামি শাহরিয়ার শাওনের সঙ্গে তার কিছু ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। দাম্পত্য সম্পর্ক নষ্ট ও তাকে সামাজিকভাবে হেয় করতে তারা এসব করছেন। ঘটনার সঙ্গে শাহরিয়ার ছাড়াও তার (শাহরিয়ার) বন্ধু হাসান, আলামিন, খাদেমুল ও শাহরিয়ারের খালাতো ভাই রেজওয়ান জড়িত বলে মাহির ধারণা।
অবশেষে সেই মামলা থেকেই জামিন পেলেন শাওন। গত ৩১ মে মাহির সঙ্গে শাওনের বিয়ের কাবিননামা আদালতে হাজির করেন শাওনের আইনজীবী মো. বেলাল হোসেন। তিনি দাবি করেন, একজন স্বামী বর্তমান থাকতে তাকে ডিভোর্স না দিয়ে আরেকটি বিয়ে করে অন্যায় করেছেন মাহি। সেইসঙ্গে শাওনের বিরুদ্ধে মাহির মামলা করাও ঠিক হয়নি বলে মনে করেন তিনি। এসময় এই আইনজীবী শাওনের জামিন চান। কিন্তু ঢাকা সিএমএম আদালত শাওনের জামিন আবেদন নাকচ করে দেয়।
পরে ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেন শাওনের আইনজীবী। সেই প্রক্ষিতেই তার জামিন আবেদনের জন্য নতুন শুনানির দিন ১৬ জুন ধার্য করেছিলো ট্রাইব্যুনাল। আজকের শুনানিতে ১ লাখ টাকা মুচলেকায় জামিন দেয়া হয়েছে শাওনকে।
প্রসঙ্গত, গত ২৫ মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির বিয়ে হয়। তারপরই ফেসবুকে প্রকাশ হয় শাওন ও মাহির বিয়ের ছবি।
Related News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More

অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০। করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনেরRead More
Comments are Closed