মিতু হত্যার ঘটনায় ‘সাবেক শিবির কর্মী’ গ্রেপ্তার

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছর গুন্নু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যিনি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যু্ক্ত ছিলেন বলে পুলিশের ভাষ্য।
চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও অভিযান বিভাগের অতিরিক্ত কমিশনার দেবব্রত ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার সকালে সীতাকুণ্ড থানায় অপহরণসহ হত্যা মামলার চার্জশিটভুক্ত এই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
দেবদাস ভট্টাচার্য্য জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার সকালে হাটহাজারী থেকে গুন্নুকে আটক করা হয়েছে। তাকে মিতু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
সিএমপির অতিরিক্ত কমিশনার জানান, আটক আবু নাসের আগে শিবির করতো। সে একটি মাজারে খাদেম হিসেবে কর্মরত ছিল। এর আগে সে দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে আসে।
রোববার সকালে বাসার কাছে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ের ওয়েল ফুডের কাছাকাছি এলাকায় খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা।
Related News

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More
Comments are Closed