Main Menu

মুখ্যমন্ত্রীকে মঞ্চেই চুমু খেয়ে আলোচনায় নেত্রী! (ভিডিও)

উপরে উঠতে হলে দলের শীর্ষ নেতাদের তোষামোদের নিয়ম তো রাজনীতিতে স্বতঃসিদ্ধ হয়ে গেছে। এই সংস্কৃতির চর্চা প্রায় সব দেশেই। তবে ভারত বাংলাদেশ পাকিস্তানে বুঝি একটু বেশিই।

যেমন, রোববার এমন ঘটনা ঘটলো ভারতের বেঙ্গালোরে পঞ্চায়েত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে। কর্নাটক রাজ্যের কুরবা সঙ্ঘের এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

অনুষ্ঠান ভালোই চলছিল। তবে ফটোসেশনের সময় এমন কাণ্ড হলো যে উপস্থিত সবাই বিব্রত।

আচমকা মুখ্যমন্ত্রীর গালে চুমু খেয়ে বসলেন এক পঞ্চায়েত সদস্য। নাম গিরিজা শ্রীনিবাস।

আকস্মিক অপ্রত্যাশিত এই চুমুতে ইতস্তত মুখ্যমন্ত্রী গাল মুছতে রুমাল বের করলেও গালভরা হাসিটা কিন্তু ছিল!

গিরিজা অবশ্য মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কেন্দ্র থেকেই নির্বাচিত। তার দাবি, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। আগে থেকে এমনটা করবেন বলে ঠিক করা ছিল না। সিদ্দারামাইয়া তার পিতৃতুল্য!

অবশ্য মুখ্যমন্ত্রীও বলেছেন, ওই তরুণী তার মেয়ের মতো!


Related News

Comments are Closed