Main Menu

রাজধানীতে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত ধর্মসচিব মো. আবদুল জলিল।

ভারপ্রাপ্ত সচিব বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর এক ঘণ্টা পরপর আরো চারটি জামাত হবে।

আবদুল জলিল আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংস্থাগুলো সার্বিক নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।

ভারপ্রাপ্ত সচিব বলেন, প্রধান জামাতে রাষ্ট্রপতিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। অন্যান্য বছরের মতো এবারও এই বিষয়গুলো মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Related News

Comments are Closed