সিলেটে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চের মানববন্ধন

সারাদেশে গুপ্ত হত্যা জঙ্গি তৎপরতা দেশী বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ সিলেটের উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময়ে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ-সিলেট এর আহবায়ক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মো. আরশ আলীর সভাপতিত্বে ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যর মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এমাদুলাহ শহিদুল ইসলাম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জাসদ জেলা সভাপতি লোকমান আহমদ, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি আবুল হোসেন, ন্যাপ মহানগর সভাপতি ইসহাক আলী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সিকান্দার আলী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, সিপিবি প্রবীন নেতা বাদল কর, বাসদ (মার্কসবাদী) নেতা হুমায়ূন রশিদ সুয়েব, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ওয়ার্কার্স পার্টি নেতা দীন বন্ধু পাল, জাসদ নেতা আলা উদ্দিন আহমদ মুক্তার, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, সিপিবি নেতা গোলাম রাব্বি ওয়াফি, শামীম মজুমদার, শ্রমিক নেতা কাজী আলফাজ হোসেন, মামুন বেপারী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে এক এর পর এক গুপ্ত হত্যা চলছে। কিন্তু কোন হত্যারই বিচার হচ্ছে না। দীর্ঘদিন থেকে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তারই ধারাবাহিকতায় এইসব হত্যাকান্ড ঘটছে। সারা দেশে আইনশৃঙ্গলা বাহিনীর নির্লুপ্ততার কারণে নিষিদ্ধ জঙ্গি তৎপরতা বেড়েই চলছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশী বিদেশী নানা চক্রান্ত চলছে। সরকার গুপ্ত হত্যা, জঙ্গি তৎপরতা ও দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে পারছেনা। বক্তারা দেশবাসীকে সরকার গুপ্ত হত্যা, জঙ্গি তৎপরতা ও দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
Related News

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More

নেতৃত্বের দুর্বলতা বিএনপিকে দিন দিন পিছিয়ে দিচ্ছে-ওবায়দুল কাদের
নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি বিএনপিকে ভোটের রাজনীতি থেকে দিন দিন পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্যRead More
Comments are Closed