Main Menu

আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন হিলারি

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেট দলের মনোনয়ন পেয়েছেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোন বড় দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়ে ইতিহাস গড়লেন হিলারি। খবর বিবিসির।

ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের কনভেনশনে দলীয় প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে হিলারিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

প্রতিনিধিদের রোল কল ভোট শেষে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে বার্নি স্যান্ডার্স মাইক্রোফোন হাতে নিয়ে ক্লিনটনকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার আহ্বান জানান।

এর আগে সম্মেলনের প্রথম দিনে স্যান্ডার্সের সমর্থকরা হিলারি ক্লিনটনের মনোনয়নের বিরুদ্ধে শ্লোগান দিয়ে সম্মেলনে বিঘ্ন ঘটিয়েছিল।

এই কনভেনশনে হিলারি ক্লিনটনের প্রার্থিতা নিয়ে ডেমোক্রেট দলে স্পষ্ট বিভক্তি ফুটে উঠতে দেখা গেছে। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান করে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করলেন হিলারি।


Related News

Comments are Closed