চার লেন দুই মহাসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (০২ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলক উন্মোচন করে এই দুই মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই দুই সড়কের চার লেন উদ্বোধন করায় মানুষ যানজট থেকে মুক্তি পাবেন। স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবেন।
শেখ হাসিনা বলেন, রাজধানীর সঙ্গে দেশের সব স্থানের যোগ বাড়ানোর জন্য মহাসড়কের এই চার লেন উন্নীত করার কাজ উদ্বোধন করা হলো। যোগাযোগ খাতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
দেশবাসীকে ঈদ উপহার হিসেবে মহাসড়ক চার লেনে উন্নীত করা হলো বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্যের হার আমরা ২২ ভাগে কমিয়ে আনতে পেরেছি এবং জিডিপি বেড়েছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
এ সময় অন্যদের মধ্যে সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনীর প্রধানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More
Comments are Closed