Main Menu

চীনে প্রবল বর্ষণে ভূমিধসে নিহত ৫০, নিখোঁজ ১২

চীনের দক্ষিণাঞ্চলীয় হুবেই ও গুইজু প্রদেশে ভারী বৃষ্টিপাতে ৫০ ব্যক্তির প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ আছেন আরো প্রায় ১২ জন।

গত তিন দিনের ভারী বৃষ্টিপাত ও এতে সৃষ্ট ভূমিধসে এসব প্রাণহানির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ রবিবার (০৩ জুলাই) একথা জানিয়েছেন।

হুবেই প্রদেশের বেসামরিক বিভাগ জানায়, মৌসুমী বৃষ্টিপাতে প্রদেশটিতে গত বৃহস্পতিবার থেকে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন নিখোঁজ আছেন।

আর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশে গত শুক্রবার ভূমিধসে ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।


Related News

Comments are Closed