দীপিকার বক্তব্যে অসন্তুষ্ট কারিনা

কিছুদিন আগে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বাগদান নিয়ে গুঞ্জন উঠেছিল। এরপর মিডিয়ায় এ নিয়ে আলোচনা শুরু হয়।
সম্প্রতি তার বাগদানের গুঞ্জন অস্বীকার করে দীপিকা বলেন, ‘আমি গর্ভবতী নই, আমার সন্তানও হচ্ছে না। আমি বাগদত্তা নই এবং শিগগিরই বিয়ের পরিকল্পনাও করছি না।’
শোনা যাচ্ছে, দীপিকার এ বক্তব্যে অসন্তুষ্ট হয়েছেন কারিনা কাপুর। তিনি মনে করছেন তাকে কটাক্ষ করেই কথাটি বলেছেন দীপিকা।
কারিনার একজন ঘনিষ্ঠ সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘দীপিকা তার বাগদান এবং বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন তা ঠিক আছে। কিন্তু বেবো (কারিনা) বুঝতে পারছেন না কেন তিনি গর্ভবতী নন এই কথাটা বললেন। কারণ এ নিয়ে তাকে কেউ কিছু বলেনি। এছাড়া অভিনেত্রীরা বিয়ে করলে আর ক্যারিয়ার নিয়ে ভাবেন না এই কথাটি শুনেও বিরক্ত তিনি। তার এই অবস্থাতেই তিনি তার পরবর্তী সিনেমার কাজ শুরু করছেন। আশা করা হচ্ছে এ সিনেমাতেও তিনি অসাধারণ অভিনয় করবেন।’
এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, ‘আমি গর্ভবতী, মৃত নই। আর মাতৃত্বকালীন ছুটি কী? সন্তান জন্ম দেওয়া পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক বিষয়।’
তিনি আরো বলেন, ‘আমি খুবই বিরক্ত, মানুষ আমার মা হওয়ার বিষয়টি এমনভাবে মনে করছে যেন আমি মৃত অথবা অন্য কিছু। আমি সবাইকে বলতে চাই, বিয়ে এবং পরিবারের সঙ্গে আমার ক্যারিয়ারের কোনো সম্পর্ক নেই।’
Related News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More

অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০। করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনেরRead More
Comments are Closed