৩৪তম বিসিএসের ১১৯ জনকে নন-ক্যাডারে নিয়োগ

চৌত্রিশতম বিসিএসের ১১৯ জনকে দ্বিতীয় শ্রেণীর নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে এদেরকে নিয়োগ দেয়া হলো।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) বুধবার এদের ‘শিক্ষাগত যোগ্যতা, মেধা ও কোটার ভিত্তিতে’ নিয়োগের সুপারিশ করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তথ্য বিভ্রাট ও ঠিকানা গরমিলের কারণে তিন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে জানিয়ে কমিশন বলছে, এদেরকে পিএসসির তদন্ত কমিটির কাছে প্রয়োজনীয় কাজগপত্র দাখিল করতে হবে।
সুপারিশকৃত প্রার্থীদের মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা করলে এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাইয়ের পর তাদের চূড়ান্ত নিয়োগ দেয়া হবে।
৩৪তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হলেও এদের মধ্য থেকে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে কমিশন।
গত ৩১তম বিসিএস থেকে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ দিয়ে আসছে পিএসসি।
বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।
৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত ৩৪তম বিসিএস থেকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা পদে নিয়োগ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩৪তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে এর আগে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়।
বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান তাদের আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়েছিল।
Related News

গাজীপুরে ৫শ অবৈধ গ্যাস সংযোগ কর্তন, কারাদন্ড ১
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় একজনকে কারাদন্ড ও চারজনকে এক লাখ ৭০ হাজারRead More

টঙ্গীতে শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপনের আত্মসমর্পণ
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : গাজীপুর ও টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান স্বপন (৩২)Read More
Comments are Closed