কক্সবাজারে তানিন সুবাহ’র ‘দুই রাজকন্যা’

চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে দিন কাটছে বর্তমান ঢাকাই চলচ্চিত্রের। এর মধ্যে বেশিরভাগ চলচ্চিত্রই নির্মিত হচ্ছে নতুন মুখ নিয়ে। আশা জাগিয়ে অনেকেই চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন। ঢাকাই চলচ্চিত্রে তেমনি এক নতুন মুখ তানিন সুবাহ। ২০১২ সালে ক্লোজআপ ওয়ান এর মাধ্যমে মিডিয়াতে পথচলা শুরু করেন তানিন সুবাহ। সঙ্গীত দিয়ে ক্যারিয়ার শুরু হলেও চলচ্চিত্রে নিজের অবস্থানটা শক্ত করে নিয়েছেন তিনি।
তানিন সুবহার অভিনয়ে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটক দিয়ে। তার বিপরীতে অভিনয় করেছিলেন মোশারফ করিম। ‘অবাস্তব ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সাইমন তারিক পরিচালিত ‘মাটির পরী’।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন জাবেদ জাহিদের চলচ্চিত্র ‘দুই রাজকন্যা’র শ্যুটিং নিয়ে। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চলছে চলচ্চিত্রটির শ্যুটিং।ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তানিন সুবাহ। তার বিপরীতে কাজ করছেন নবাগত নায়ক মনি রাজ।ছবিটি প্রসঙ্গে তানিন সুবাহ বলেন, ‘প্রথম বারের মত রাজকন্যা চরিত্রে অভিনয় করছি। ছবিটিতে কাজ করার পর নিজেকে রাজকন্যা মনে হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘ছবির গল্পটি অসাধারণ। গল্পটি শোনার পর আমার ভাল লেগেছে। আশা করি আগামীতে আরও ভাল একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারবো।’
ছবিটি প্রসঙ্গে পরিচালক জাবেদ জাহিদ বলেন, ‘এটা আমার পরিচালিত তৃতীয় ছবি। আমাদের দেশে এখন শুধু রোমান্টিক ও এ্যাকশন ধর্মী চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, অনেক দিন ধরেই পৌরানিক গল্প নিয়ে ছবি তৈরি হচ্ছে না। আর তাই দর্শকদের কাছে নতুন কিছু দেয়ার জন্যই এমন গল্প নিয়ে কাজ করছি।’ ছবিতে মোট ৫ টি গান থাকছে। এতে আরও অভিনয় করেছেন মুনমুন, সাদিয়া আরফিন, সাদেক বাচ্চু, রেবেকা, শুভ্রত প্রমুখ।
Related News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More

অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০। করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনেরRead More
Comments are Closed