কোনাবাড়ীর যানজটের অন্যতম কারণ যততত্র গাড়ি পার্কিং

দেশের বৃহত্তম শিল্পাঞ্চল খ্যাত গাজীপুর জেলার কোনাবাড়ী’তে প্রতিদিনেই ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে যার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে দারুণ বিপাকে ঘন্টার পর ঘন্টা সাধারন যাত্রীকে গাড়ীতেই বসে সময় কাটাতে হচ্ছে। সকাল থেকেই গভীর রাত পর্যন্ত যানজটের কারণে মানুষের দৈনন্দিনের কাজের ব্যাঘাত ঘটতেছে। সড়ক উন্নয়নের কারণে এই যানজটের সৃষ্টি হলেও মূলতভাবে দেখা যাচ্ছে এলোমেলো পার্কিং, যততত্র গাড়ি থামানোর এবং সড়ক জোড়ে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে। এই ব্যাপারে স্থানীয় সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি যানজট নিরসনের জন্যে। আমার প্রতিটি পুলিশ সদস্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সাধারন মানুষের সেবার জন্যে। যাত্রী সাধারন যেন খুব সহজেই চলাচল করিতে পারে। এই ব্যাপারে আমাদের হাইওয়ে পুলিশ সচেতন রয়েছে। সাধারন মানুষ মনে করেন কোনাবাড়ী যানজটের কারণে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা সময় অপচয় হচ্ছে। যততত্র গাড়ী এলোমেলো ভাবে পার্কিং করে মালামাল লোড আনলোড না করিলে অনেকাংশে যানজট কমে যাবে বলে স্থানীয়ভাবে জানা যায়। আমাদের এই প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পান কোনাবাড়ী বাইমাইল থেকে মৌচাক পর্যন্ত রাস্তার দুই পাশেই এলোমেলোভাবে ট্রাক, পিকাপ, লেগুনা, অটোরিক্সা, বেবীটেক্সি ইত্যাদি দাড় করিয়ে মালামাল লোড আনলোড করিতেছে। রাস্তার দাড়েই পার্কিং এর জায়গা না থাকা স্বত্ত্বেও গাড়ী পার্কিং করে যানজট সৃষ্টি করিতেছে।
Related News

শৈলকুপায় অধ্যক্ষের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ফেইসবুকেRead More

গাজীপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা
মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার গাজীপুরে কোভিড-১৯ ওRead More
Comments are Closed