জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ায় শাবির অপর শিক্ষার্থীও মুক্ত

শাবি প্রতিনিধি:
জঙ্গি সন্দেহে আটক হওয়ার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থীকেও ছেড়ে দিয়েছে র্যাব।
ওই শিক্ষার্থী হচ্ছেন-ে পট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী রোকনুজ্জামান রানা।তাঁর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
শাবির সহকরী প্রক্টর মো: সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রানাকে ছেড়ে দেয়া হয়।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিনকে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী তপোবন আবাসিক এলাকা থেকে রানাকে এবং সুরমা আবাসিক এলাকা থেকে তুহিনকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকের একটি দল।
এর আগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাবির ৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed