Main Menu

তুরস্কে পুলিশ সদরদপ্তরে বোমা হামলায় নিহত ১১

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর কিজরেতে দাঙ্গা পুলিশ সদর দপ্তরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭৮ জন। শুক্রবার এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

কিজরে শহরটির সিরনাক প্রদেশে অবস্থিত। এই প্রদেশটি সিরিয়া ও ইরাকের সীমান্ত সংলগ্ন। এই অঞ্চলটি কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত।

তুর্কি টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, হামলার পরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। টেলিভিশন ফুটেজে সদর দপ্তর ভবন থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, যেখানে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি ছিল পুলিশের তল্লাশি চৌকি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। তুরস্কে নিষিদ্ধঘোষিত এই সংগঠনটির সঙ্গে সরকারের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর গত জুলাই থেকে এই অঞ্চলে অব্যাহত সংঘর্ষের ঘটনা ঘটছে।


Related News

Comments are Closed