Main Menu

বিশ্বের দামি অভিনেত্রীর তালিকায় দীপিকা

বিশ্বের দামি ১০ অভিনেত্রীর তালিকায় জায়গা পেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফোর্বস ম্যাগাজিনের জরিপে এ তথ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত দীপিকা আয় করেছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের এই তালিকায় ১০ নম্বরে রয়েছেন দীপিকা।

তবে গত বছরের মতো এবারও এক নম্বরে রয়েছেন জেনিফার লরেন্স। যার বাৎসরিক আয় ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।

হলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন দীপিকা পাড়ুকোন। হলিউডের এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। আগামী বছর ২০ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।


Related News

Comments are Closed