রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি খালেদার

সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গণবিরোধী বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিকেল সাড়ে ৪টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘বিদ্যুৎ প্রয়োজন, তবে তা দেশের স্বার্থের পরিপন্থি ও পরিবেশের জন্য ক্ষতিকর হলে তা অবশ্যই গণবিরোধী।’
তিনি আরও বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়িত হলে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ এ বনের জীববৈচিত্র্য, প্রাণীকূল ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রকল্প বিরোধীদের আন্দোলন-প্রতিবাদ সরকার দমন করছে।’
খালেদা জিয়া বলেন, দেশের উন্নয়ন ও জনজীবনের স্বাচ্ছন্দের জন্য বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু সেই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যদি দেশ এবং দেশের স্বার্থ ক্ষতিগ্রস্থ হয়, জনজীবন বিপর্যস্থ হয়, পরিবেশ ও জীববৈচিত্র ধ্বংস হয়- তাহলে সেই সিদ্ধান্ত হয় দেশ বিরোধী-গণবিরোধী।
অযৌক্তিক ও অলাভজনক দাবি করে রামপালের সকল কয়লা-বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান খালেদা। এছাড়া এই দাবীর পক্ষে সোচ্চার হওয়ার জন্য ২০ দলীয় জোটের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
Related News

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More
Comments are Closed