সিরাজগঞ্জে লরির ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোল চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে লরির ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মহাসড়কে দায়িত্বরত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক কঙ্কন বিশ্বাস।
দুর্ঘটনার পর লরিটি জব্দ ও হেলপার রোমানকে (১৮) আটক করা হয়েছে। নিহত জহুরুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার তিনদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় কর্মরত ছিলেন।
এসআই কঙ্কন বিশ্বাস জানান, সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে রাজশাহী থেকে চট্টগ্রমগামী একটি লরি পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পায়। উদ্ধারের পর সিরাজগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় লরির হেলাপারকে আটক ও লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। নিহত জহুরুল ইসলাম প্রায় ২৭ বছর আগে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রাকিবুল ইসলাম জানান, সেতুর পশ্চিম থানায় এ বিষয়ে মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর পুলিশ লাইনে জানাজা শেষে নিহতের মরদেহ তার নিজ গ্রামে পাঠানো হবে।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed